অনেকদিন  কবিতা লিখা হয়ে ওঠেনি, কলম টা যেন হারিয়ে গেছে এক জঞ্জালের স্তূপের মধ্যে।
ডায়েরির পাতাগুলি আমার দিকে হাস্যকার দৃষ্টিতে চেয়ে থাকে, ভাবে আমি বোধ হয় পাগল।
প্রেমগুলি সব বেদনা হয়ে ধরা দিয়েছে, ভালবাসা ধূলিঝড়ে ঝাপসা  হয়ে পড়েছে।
বিশ্বাস যেন ভঙ্গুর  পাথরের ন্যায়  বদলে গেছে, আমার হৃদয়ের মুক্ত আঙিনা থেকে।আমি যেন হারিয়ে গেছি তোমার  ভালবাসার সাবলীল  অরণ্য থেকে অনেকটা দূরে।
তোমার অরণ্যে আমার গোছানো প্রেম, ভালবাসা,বিশ্বাস, অভিমান  লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
এবার মুক্তির পথে গমন করতে চাই আমি একা, একটা শান্তির নীড় গড়ন করে, আবার কবিতা,  কলম, ডায়েরির  পাতায়  ফিরে যেতে চাই।


২৪/০৩/২০১৭,  রাত্রি ৯.৫২ মিনিট