অফিসের দীর্ঘ পথটা ,
    পাড়ি দেন দু'চাকায় প্যাডেল মেরে ,
           লোকালে বাসে জনতার ভীড়ে ।


দুপুরের লাঞ্চে ,অফিসের ক্যান্টিনে
     তুলে নেন সকালের সিজ্ঞারা -চমুচা
           কিংবা কম দামী কোন মাছ ভাজা ।


   বাবাদের ফোন কখনোও পুরান হয় না ,
   শার্টের হাতা কখনো ছোট হয়ে যায় না ।


   হাসিমুখে বড় মাংসটা তুলে দেন সন্তানের প্লেটে,
   হাতঘড়িটার বয়স বাড়ে, তবুও চলতেই থাকে ।


   চশমার ফ্রেম ভাজ্ঞে,গ্লাস ঘোলাটে হয় ,  
   তবুও বদল হয় না , সব ই সয় ।


   জীবন যুদ্ধে একজোড়া জুতো হয় চলার সজ্ঞী,
         ফুটপাতের মুচির দোকানে ঘন ঘন দেন উকি ।


    তালিওয়ালা জুতো দিয়েই নিপুন ভাবে পাড়ি দেন
       প্রতিটা বন্ধুর পথ প্রতিটা শীত - বর্ষায়,


   বাচানো কিছু টাকা দিয়ে যদি সন্তানের মুখে
        বাড়তি হাসি ফোটানো যায় ।


   মাঝ রাতে,চুপিসারে মাথায় হাত বোলান সন্তানের ,
      বয়সের ভাঁড়ে ঝুলে পড়া বাহুজোড়া দিয়ে        
                          আগলে রাখনে পুরো পরিবার ।


  যদি বলি একজন বাবার গল্প ,হয়ে যাবে অল্প
          এটা, এই পৃথিবীর সব বাবাদের গল্প ।