দু'বেলা অন্নের তরে,
    নিজের দেহকে সস্তা দামে
         তুলে দেয় পরপুরুষের তরে ।


    রাস্তার ধারে, লেমপোষ্টের নিচে,
                  সোডিয়াম বাতির আলোতে


          চুপিসারে দাঁড়িয়ে থাকে,
                         নতুন খদ্দরের খোজে ।


রাতের আঁধারে নিষিদ্ধ নগরীতে ওরা সাজে বনলতা ,
দিনের আলোর সভ্য সমাজে হয়ে উঠে পতিতা।


পরের তুষ্ঠিতে নিজের দেহ বলিদান
ছেড়া নোট আর নখের আঁচড় হয় প্রতিদান ।