প্রভাতে মেঘের গর্জনে ঘুম থেকে উঠি,
সকালের সোনা আলোয় তোমার মুখখানি দেখবো বলে।
আজ তা আর সম্ভব হলো না।
জানালার পর্দা সরাতেই দেখি আর একটি পর্দা তোমার জানালায়,
তোমার জানালার পর্দাতো আমি চিনি,
এ আবার কোন পর্দা?
মনে তখনই প্রশ্ন এলো,তোমাকে কী আর দেখতে পাবোনা?
যেখানে আমাদের অপলক দৃষ্টি বিনিময়,
সেখানে আজ নিয়মের কালো পর্দা।
এটা কী তাহলে আমাদের দূরে সরানোর পর্দা?
আর যাই থাক বা না থাক ভালোবেসে রেখো আমায়, সকল পর্দা ভেদ করে দেখবো অপলক, মায়াবী চোখগুলো তোমার।