শ্যাম-কালোবর্ণ মেয়েটির হৃদয় ভূবন-
উদ্ভাসিত ছিল তার স্নিগ্ধ ভালোবাসা।
বারবার তার ভালোবাসা করে ছিল অর্পণ,
তবুও হলো না মূল্যায়ন ভেস্তে গেল আশা।


অসাধারণ ভালোবাসার মোহনীয়তার-
পূর্ণতারূপে নিজেকে করে ছিল উদ্ভাসিত।
তবুও তার হৃদয় নিংড়ানো বিমোহিত করা
ভালোবাসা ছিল অবহেলিত-অভ্রুক্ষেপিত।


মনের গহীনে  দুরন্ত-দুর্বার গতিময়, আবেগ
উচ্ছ্বাসিত ভালোবাসার হলো অপমৃত্যু।
হৃদয় সিক্ত পরিপূর্ণ মোহনীয়তায় নিঝর্ঞ্জার
ভালোবাসা, তবুও মনে কাটেনি দাগ একটু।


কালের আবর্তনে তিনযুগ চলে গেলো তবুও
সেই দিনগুলির স্মৃতি আজও মের্ঘনাকাটা।
অন্তর ভাসে তার অনুরাগের নীলাভ যন্ত্রণা,
পুরনো স্মৃতিগুলি পিষে মোরে ঢেঁকি ছাঁটা।


আজ অনুশোচনার দাবানলে কবলিত ক্ষত-
বিক্ষত আমি, হৃদয় ভাসাই শুধু অগ্নিঝড়ে।
হৃদয় ভারাক্রান্ত অমাবস্যাতিথির কালো-
অন্ধকারে, মলিন মুখখানিতে অন্তর পুড়ে।


অতীতের মিষ্টি মধুর স্মৃতি বিজড়িত দিন-
গুলি আবার ফিরে পেতে মন হয় উতলা।
কখনো আর হবে না কভু সে উপেক্ষিত,
অন্তরে থাকবে সে ভালোবাসার "রঙিলা"।


বয়স আর প্রাপ্তির উদ্যম গতি করে রেখে-
ছিল,  উপলব্ধি ও ভবনার গতিরোধ।
কলেজটি চলছে এখনো পুরো সরগমে, শুধু
বঞ্চিতার সাথে সংযোগ রক্ষা হলো অবরোধ।


ডিসেম্বর ২৮, ২০২১ খ্রিস্টাব্দ