তুমুল বর্ষায় তুমি আসিয়াছিলে
হৃদয় উজাড় করিয়া মেঘবতী কন্যা সাজিয়া।
সমস্ত ভালোবাসা করিয়াছ অর্পণ অপলক
নয়নে দু'হাত মেলিয়া অন্তর ভরিয়া।


ভালোবাসার তন্ত্রবলে দৃঢ়বন্ধনে
শক্তবাঁধা ছিল তোমার আত্মবিশ্বাস।
তোমার প্রেম তোমার ভালোবাসা হইবে
কালজয়ী অন্তরে পুঞ্জিভূত অভিলাষ।

কতো যে স্বপ্ন কতো যে কল্পনা,
শুধু জীবন তরীর নোঙ্গর গাড়িবার।
একটু সুযোগ পেলেই করিতে দেখা,
হইতে আবেগ আপ্লুত হৃদয়ে তোমার।


শ্রাবণের অঝোরে ঝরা বৃষ্টি মতো
ভালোবাসা হৃদয় হইতে নিঃসরিত হইত।
ঝড়ো হাওয়ার মতো ভালোবাসার উচ্ছ্বাস
হৃদয়ে তোমার আলোড়ন সৃষ্টি করিত।


তোমার পাগল করা ভালোবাসা হৃদয়
করিত তীরবৃদ্ধ, অন্তর করিত চৌচির।
বিলুপ্ত হইত আপন সত্তা, মন হইত
উতলা, প্রেমে মজিয়া হইতাম প্রেমবীর।


আজ শুধু স্মৃতির পাতায় ভেসে
বেড়ায় সেই উত্তাল দিনগুলির ইতিকথা।
জ্বল জ্বলন্ত হৃদয়ের স্পন্দনগুলো স্তব্ধ
হইয়া গেলো শুধু রহিল এক বুক ব্যাথা।


উদিত সূর্য আলো ছড়াইয়া হইল
অস্তমিত, ভাসিল হৃদয় ভূবন অন্ধকারে।
হারানো ব্যাথা মর্মরীআওয়াজ করিয়া
নৃত্যোৎসব করিতেছে অগ্নিদগ্ধ অন্তরে।


০২ফেব্রুআরি, ২০২১