রূপসী স্মার্ট  সেই মেয়েটি কতো ছিলো
যে তার চাতুর্য-ছলছাতুরী।
ভালবাসার অভিনয়ে রূপসী ছেলেদের
মন ভুলাতো প্রতিনিয়ত ভুরিভুরি।


হরহামেশায় মারত সে বুকের পাঁজরে
বিষের তীব্র ধারালো ছুরি।
নতুনত্ব প্রাপ্তির লোভনীয়তায় মন
ছিল তার উড়নচণ্ডী নতুনত্ব শুধু ধরি।


আজ সময়ের নিরঙ্কুশ বাস্তবতায় রূঢ়
কষাঘাতে ঘর-সংসার না হলো ভাগ্যে।
হবো বর করচ্ছে না বরণ পুরাতন
দিচ্ছে বিদায় খুঁজচ্ছে শান্তি অন্তরীক্ষে।


আভিজাত্যগর্বীতায় নিম্নবিত্তের নিরীহ
বন্ধু-বান্ধবীরা হতো কতো যে ধিক্কৃত।
আজ আভিজাত্যের অনাধিক্যতায়
জীবন তার পলেপলে দগ্ধিত লাঞ্ছিত।


মেধাবী হওয়ার গর্বীতায় কাউকে দিতো
না সে কেন জানি বিন্দু মাত্র ছাড়।
দুর্বল বন্ধুটি তার আজ হয়েছে মস্তবড়
আমলা ঘুরছে পিছে লাভ হবেনা আর।


শ্যমবর্ণের তুচ্ছ-তাচ্ছিল্য পরিহাস করা
বান্ধবীটি আজ বাস্তব জীবনে দৃষ্টি কাঁড়ে।
স্মাইলি চেহারায় উজ্জ্বল নক্ষত্র হয়ে
স্বামী-সংসার সবার মন বিমোহিত করে।


ময়লার স্তূপ নর্দমা নির্জন ভূমিতে আজ
দৃষ্টি নন্দিত অট্টালিকা উঠছে গড়ে।
আভিজাত্যের প্রতীক নামকরনের মোহিত
রূপ শহর আজ বস্তি ভিটা রূপলাভ করে।


ডিসেম্বর ০৮, ২০২১