ওরে ও পাষাণী বেঁধে রাখলি তোর
অন্তর খানি শক্ত করে আঁটিয়া।
হৃদয় হয়নি তোর রক্তাক্ত মিষ্টি মধুর
অতীত স্মৃতিগুলি ভাবিয়া।


শুধু এক পলক দৃষ্টির আড়াল হলে
অন্তর পুড়ে হতো তোর অঙ্গার।
অশ্রু জলে হতে সিক্ত, হৃদয় হতো দগ্ধ
রক্তাক্ত দুর্বিষহ যন্ত্রণার পাহাড়।


কতো অনুনয় কতো বিনয় কতো ছিল
তোর হৃদয়ের আবেগ আপ্লুত উচ্ছ্বাস।
নন্দিত পৃথিবী যেন তোর কাছে নির্বাক
নিথর পাষাণ চাপা শ্বাস রুদ্ধকর নিঃশ্বাস।


সময়ের ঘুর্ণিপাকে হৃদয়ের ডালিতে
কতো যে তোর অভাবনীয় পরিবর্তন।
প্রচণ্ড ভীমশক্তি ভেদ করে মনের জোড়ে
করলি তুই রক্তমাখা স্থবিরতা অর্জন।


কখনো কি স্মৃতিগুলো তোর পিছু পিছু
ডাকে? জানতে মন করে শুধু আনচান!
বিহগে ললিত গীতি তিলে তিলে অন্তর
ভস্মীভূত মনের হলো যেন জীবন্ত শ্মশান।


মনের হয়েছে নির্বাসন, পড়েছে ডাণ্ডা
ভেরী চলছে যেন তার কারাবাস।
অন্তরে নিরব বুকফাটা আত্মচিৎকার,
মুখে মলিন হাসি মনের জোড়ে বসবাস।


ধন্য তোকে ধন্য তোর জীবন, শক্ত ভাবে
ধরে রাখতে পেরেছিস সংসারের হাল।
আমার কথা জানবি না'রে,
আমার মতো হচ্ছিস না'রে তুই টালমাটাল।


আগষ্ট ২২, ২০২১