রাত্রি নিঝুম ঝির ঝির অন্ধকার,
দু'চোখে আসে না ঘুম।
মন হয় উতলা শুধু অন্তরে বহে
তার স্মৃতির বিরহ জ্বালা বিষম।


রাত যতো হয় গভীর স্মৃতির প্রতিটি
মূহুর্ত অন্তর তোলে কাঁপিয়ে।
রাত জেগে বসে থাকি তার আশা,
যুঁই চামেলি ফুলের ডালি রাঙিয়ে।


কভূ তাহা হবার নয়, করি অন্তরের
সাথে আাশার লুকোচুরির খেলা।
তবুও ক্ষণিকের ভালোলাগা,
বাঁধ ভাঙা মনের পাতানো যেন মেলা।


স্মৃতিগুলো বিস্মৃতি হয়ে অন্তর করে
অবিরত মুমূর্ষু স্পর্শকাতর আঘাত।
তবুও অনেক প্রিয় মিষ্টি মধুময় মোহিত
করে অন্তর, শিশির সিক্ত সুপ্রভাত।


যতো বেশী করে চাই তারে ভুলতে, কভূ
যায় নাতো তারে ভূলা।
হৃদয়ের পরতে পরতে থাকে সাজিয়ে মিষ্টি
হাসির অভিসারে মন নিয়ে করে খেলা।


কতো বসন্ত চলে গেলো হায়! তবুও এখনো
হয়নি তার সাথে দু'চোখ মেলে একটু দেখা।
তার প্রতিটি মূহুর্ত ও নিঃশ্বাস আবেগে
ভরা অনুরাগের ছোঁয়া কখনো সূর্য শিখা।


যেখানেই থাকো যে ভাবেই থাকো, ভালো
থাকো সুখে থাকো এটুকুই চাই।
আমাকে নিয়ে এখনো কি সেই পূর্বের
মতো ভাবো কিনা কিছুই আমার জানা নাই।


জুলাই ০২, ২০২১