দু'চোখে ছিলো রঙ্গিন স্বপ্ন,
অন্তরে ছিলো ভালোবাসার  উচ্ছ্বাস।
হৃদয় জোড়ে ছিলো ভালোবাসার হাহাকার,
অন্তর বিদীর্ণ প্রেমের প্রয়াস।


বিদগ্ধ হৃদয়ে করুণ কান্নার ঢেউ তোলে
হাতখানা চেপে ধরে বলে ছিলে ভালোবাসি।
অবুঝ মন নিরুপায় হৃদয় অভিনন্দিত
করে ছিলো তোমায় মুখে দিয়ে মিষ্টি হাসি।


অন্তরে তোমার প্রেম সমুদ্রের অপ্রতুল ঢেউ,
সারা শরীরে উঠে ছিলো আনন্দের শিহরণ।
সাত রাজার ধন হয়েছে অর্জন,
না আছে কোন কিছু আর তোমার প্রয়োজন।


অন্তরে ছিলো তোমার হৃদয় নিংড়ানো,
পংখীলতাহীন অতৃপ্ত সীমাহীন ভালোবাসা।
হদয় ছিলো পরিতৃপ্ত, তুমি ছিলে স্বর্গীয় দেবী,
মনের গহীনে সীমাহীন আশা।


আনন্দের শিহরণে কন্ঠ হয়ে যেতো ভার,
কথায় আসিত কাঁপুনি বাকরোদ্ধ হতো তোমার।
তোমার ভালবাসার মহাপ্লাবণে ভাসিয়ে দিতে
হৃদয়ের সংকোচ ভয়ভীতি ও আঁধার।


মনের অজান্তেই অন্তরে বহিত
ভালোবাসার কালবৈশাখী ঝড়।
হদয় করেছো চুরি, তুমি হয়েছো আপন,
আপন করেছো পর।


একটি মূহুর্ত কাটেনি তোমার,
যেন হাজার বছরের সময় পরিক্রমা।
আজ কতো বসন্ত চলে গেলো দেখিনি তোমায়,
জানি না কেমন আছ আমার নিরুপমা?


মুখ-খানি তোমার স্মৃতি পটে ভেসে উঠে
সেই তরুণী বয়সের রূপ।
দীর্ঘ সময় পরিক্রমায় হয়তো পরিবর্তন,
না আছে পূর্বের সেই অপরূপ।


(০১অক্টোবর ২০২০)