[ এই কবিতা মাধ্যমে প্রেম কবিতা সমাপ্তী টানলাম। ]


ওগো ব্যাথার নীলোৎপল, আশার সঞ্চারিণী,
চোরাবালিতে ক্রান্ত তুমি ক্ষণেক্ষণে প্রতিক্ষণে।
বারেবারে মাগিগো ক্ষমা নিশীথ আঁধারে
বিমূঢ়-জীবন উপলব্ধিত আমি অনুক্ষণে।


জানবে না হয়তো কোন দিন, এখনো তুমি যে
আমার ব্যাথার নীল ধ্রুবতারা।
জনম জনম ভরে থাকবে দীপ্ত ভাবনার মোহ
আঙ্গিকে আকাশ প্রদীপ হয়ে নীরব তারা।


দুর্ভেদ্য নীলিমা জয় তুমি, হৃদয়োগগণ উর্ধ্বাস্তরে
বসি গেঁথেছিলে রাশিরাশি প্রেম বুনন মালা।
ক্ষুদ্র শিশির বিন্দুসম আমি, প্রহেলিকায় আপন
ভূবণে ফুটিয়েছি বিষাক্ত প্রণয় কাঁটা আপন গলা।


জানিগো প্রিয়া নিগূঢ় ভুলের মাশুল লভিয়াছে
তোমারী দগ্ধ হৃদয়ে পাষাণ চাপা।
স্মৃতির জাগরণে ব্যাথার রাগিণী প্রণয় উপহার,
অনুক্ষণে উত্তাল তরঙ্গ হৃদয় কাঁপা।


সময়ের বিবর্ধনে জরাজীর্ণতা ম্লান করে
পুষ্পমণ্ডিত উৎকর্ষতা যেনো বিমোহিতরূপ।
বিষাদ স্মৃতির তপ্ত নীলাভ যন্ত্রণা কেনো জরাজীর্ণ
হয়না কভূ, তিরস্কারের অট্টহাসি কষে বিদ্রুপ।


রূঢ় বাস্তবতায় লভিল হৃদয়ো গগণ, প্রণয়ের
পরিপূর্ণতা হৃদয় রঙে রাঙালে প্রণয়িনীর চরণ।
নিথর প্রেম ক্ষণেক্ষণে প্রতিক্ষণে স্মৃতির
কড়ালগ্রাসে মোহ-মায়ায় বাড়ায় শুধু অন্তঃদহন।


হৃদয়ো আকাশ চ্ছেদ্য হয়েছিল কালো মেঘের থাবা,
বিজলি চমকেছিল দু'জনার সর্বগ গা।
পরিণতির বিষ বাষ্প নিষ্প্রভ আশার মুকুল,
হাসিমুখে করিগো বরণ, জ্বলে উঠুক প্রজ্ঞা।


জানুয়ারী ২৩, ২০২৪