রক্ত তৃষ্ণা বড়ই নিশা, রক্তে মিশা
জায়োনবাদী বংশধারায় প্রাণোচ্ছ্বল।
হিংসা বিদ্বেষ রোষানল, মনস্তাত্ত্বিকতায়
রক্ত বন্যা হিংস্রতায় অবিচল।


সম্পদ প্রাচুর্য সমৃদ্ধতায়, সৌখিন রাজ্যের
বিস্তীর্ণতায় অক্ষীয় ছিল অবলুপ্তি।
অকৃতজ্ঞ নাফরমানী নিরাশ স্বপ্নের মধ্যমণি,
অভিসম্পাত জর্জরিত অর্জিত যে তীব্র পরিণতি।  


পথ প্রদর্শক দ্বীনি নবী অগ্রযাত্রার মধ্যমণি,
অসংখ্য মহাজীবনের ঘটাইয়াছে প্রাণনাশ।
জ্ঞানী-গুণী বিখ্যাত, শাসককর্তা প্রখ্যাত,
বণিকগণও পাইনি রেহাই কুচক্রীর সর্বনাশ।


প্রাচুর্য সমৃদ্ধ জ্ঞানপাপী জায়োনবাদী নিছক স্বপ্ন
স্থায়ীবাস, আশি বর্ষেই ধ্বংসলীলা রাষ্ট্র গ্রাস।
বিশ্ব পরিভ্রমণকারী যাযাবর সম্প্রদায় স্বপ্ন নব্য
দেশ, বিশৃঙ্খলা প্রটিয়সী বিতাড়িত বহিঃদেশ।


বিতাড়িত জায়োনবাদী দখল সূত্রে মধ্যপ্রাচ্য
ফিলিস্তিন নিজস্ব ভূমি, অবিরত চালায় ত্রাস।
কুচক্রী দাদা ঠাকুর অবিরত কারসাজি,
নিরীহ জনগণের নিয়মিত ফালায় রক্ত লাশ।


যুদ্ধাপরাধী জায়োনবাদী বহাল তবিয়তে
নাড়ছে নাটাই খেলছে খেলা করছে সর্বনাশ।
গলায় যখন ফুটবে কাঁটা, যমদূত
করবে তাড়া, মৃত্যুর মিছিল যেন মহাউল্লাস।


যত্ন করে বুকের মধ্যখানে হৃদয় রঙে রাঙালে স্থান,
কলিজা ধরে মারে টান অন্তর শুধু খান খান।
কুচক্রী-ষড়যন্ত্র নীলনকশা, বিদ্বেষ অশ্লীলতার তুঙ্গ
শীর সর্বগ চরণ, তুল তুল বীর রণ শিহরণ।


ডিসেম্বর১৫, ২০২৩