কত শতবার খুঁজেছি তোমায়, শুধু-
ছিলো দুটো আমার শেষ প্রশ্ন।
পাহাড়-পর্বত গিরিপথ ধু-ধু মরুচর,
সমগ্র ভেদ করে চেয়েছি হতে শরণাপন্ন।


দু' চোখের সামনেই করছ তুমি বিচরণ,
প্রতিবন্ধকতায় দূরত্ব যেন অগণিত।
নিজেকে করছ আড়াল, হচ্ছ লুকায়িত,
এখন শুধু পুড়ছি আমি হচ্ছি দগ্ধিত।


কভূ আর হবেনা কখনোই শেষ প্রশ্ন দুটো-
উত্থাপিত সাথে তার প্রশমন।
বিকিরণে ছড়াচ্ছে শুধু তপ্ত রশ্মি-
পুড়ছে অন্তর, ঝলসে যাচ্ছে হৃদয় ভূবন।


দু'চোখে অনুরাগের দেওয়াল করছে তৈরী
বাঁধা, দূরত্ব সীমাহীন আকাশে ছোঁড়া।
দুর্ভেদ্য এ মরণ প্রাচীর ভেদগম্য কভূ নয়,
মনের দুর্লভ জিঘাংসা ঘন কুয়াশায় ঘেরা।


নিষ্পত্তি তার রয়েছে চরমপন্থায় নিরূপিত,
চলবে শুধু ঘষামাজা হবে তার ক্ষয়।
শূণ্যতার পরিপূর্ণতায় ভাসাবে শুধু রিক্ত-
অন্তরে বেদনা-বিমধুর দগ্ধ নীলাভ প্রলয়।


চক্রবৃদ্ধিতে বাড়তে থাকে তার প্রভাবিত-
তেজস্ক্রিয়তা, পরিশোধের ঝুড়ি হলো বড়।
পূর্বে কভূ যায়না বুঝা, অন্তর করে থৈ থৈ,
ভালবাসার উষ্ণতায় হৃদয়ে উঠে শুধু প্রলয়।


কালের আবর্তনে এমনি ভাবেই একদিন
ঘটবে জিঘাংসার অনাকাঙ্ক্ষিত বিলুপ্তি।
অজানা অতৃপ্ত রহস্যময়ী মনের কখনোই
হবেনা জানার আকাঙ্ক্ষার পরিসমাপ্তি।


জানুয়ারি ১১, ২০২২ খ্রিঃ