ছোট্ট একটি জীবন তিন ভাগে
হলো তা বিভক্ত।
অপরিপক্বদেহ, মনের বিকাশ ও
শিক্ষায় বিনিয়োগ হলো প্রথম বসন্ত।


কর্মজীবন কিম্বা ভবঘুরে ছেদ্য করে
জীবনের অন্যতম আরো একটি বসন্ত।
উপার্জন, সংসার ঘুচানো, সঞ্চয়ের
তরে লাগামহীন বিচরণ নীলিমা দিগন্ত।


শরীর নিস্তেজ, গঠনতন্ত্রে লেগেছে
ঘুণ, দাঁড়ানো মৃত্যুর দুয়ারে।
নিস্তেজ বসন্তের জরাজীর্ণ জীবন, ভোগ
বিলাস উপভোগ্য শুধু পরিহাস্য সর্বস্তরে।


তবুও ক্ষনিকের এ ভবঘুরে সংক্ষিপ্ত
পরিসরে মোহ-মায়া আচ্ছন্ন কাঁটায় জীবন।
অবৈধ সম্পদ আহরোণে করেনা ন্যায়
নীতির পরোয়া তৃষ্ণার্ত থাকে সর্বক্ষণ।


সম্পদ বহনকারী লোভাতুর ভৃত্য সেজে
কেবল হলো তার বিশ্বব্রহ্মাণ্ডে বিচরণ।
কখনো ভাবেনি অবৈধ পন্থায় অর্জিত
সম্পদ নিস্ফল গঠনতন্ত্রে ভাগ্য নিরূপণ।


কতোটুকু ব্যবহার্য হয়েছে তার অর্জিত
সম্পদ নিরূপিত ভাগ্য গঠনতন্ত্রে।
কভূ মিলিয়ে দেখেনি হিসেবের খাতায়
কোথায় তার শূণ্যতা রয়েছে রন্ধ্রে রন্ধ্রে।


উৎকৃষ্ট মন পরিমিত সম্পদ সুখসমৃদ্ধির
জন্য হলো উজ্জ্বল দৃষ্টান্ত।
কভূ বোধগম্য তার নয়, সুখের পরশ
লুকায়িত অনাধিক্য প্রাচুর্যে যেন চূড়ান্ত।


মার্চ ০৩, ২০২২