বললি - তবে চলি  ?
আমি বললাম  - শেষ ?
ধানের শীষে হীরের কণা
চোখের কোন রেশ ।
সন্ধ্যে বাতাস , এলাম তবে ,
পাথর হয়ে  'বেশ ' --
মোরগজটার লাল হয়েছে
চোখের জলে লাল ---
ছন্নছাড়া হবোই আমি
দেখবি চিরকাল ।
শামুক যেমন লুকিয়ে প্রাণ
নিথর হয়ে থাকে
শ্বাস কি তোর শব্দহীন
শেষের কালো সাঁঝে ?


শেষটা কোথায় ? ফিরেই এলাম
হলুদ গাঁদার ছোঁয়ায়
আমিও এখন ভালো থাকি
মরণ বাঁচন খেলায় ।
ধানের শীষে হীরের কণা
তোর চোখেতে  'বেশ
সুখের হাসি ছড়িয়ে মুখে,
জানি , তুইতো আছিস বেশ  ।