ও বন্ধু আসি ।


যত যাতনার ভাষা গুনি,
তারা থেকে তত চুঁয়ে পড়ে আলো ,
হাজার বছর ধরে অভিমানী পথ সেও পেরোবে বন্ধুর
আমার পরে, ও বন্ধু আসি ।


তোমার জন্যে জমানো রইল,
না কওয়া নিমন্ত্রণ , বন্ধু ।
হাজার বছর ধরে শেওলার মতো
জমে থাকে, থাকে-থাকে, ব্যাথার মতো ।
শরতের মতো মন শিরশির করে ,
আঁধার ঘনালে, মনের কোনে,
কোনো গোপন বাসনায় কামনার মতো,
পিচ্ছিল হয় আঁখি ।


যত যাতনার ভাষা গুনি,
তারা থেকে তত চুঁয়ে পড়ে আলো ,
নীরব বিদায়ে ব্যাথা ছুঁয়ে যাই ,
দিয়ে যাই, আরো দূরে , অপলক থেকো
ও বন্ধু, আমি তবে আসি ।