বনফাগুনের রোদে , পলাশ রাঙা নেশা
গাছের ছায়াতল
হাতের ওপর হাতটি যেন ছবির মতো আঁকা ।


মনের গহীন জলে হাপুস চোখে আঁকা
ছায়ার ওপর ছায়া ,
চাওয়া পাওয়ায় ছবির মতো আঁকা ।।


- কেন এমন হলো বল ?


বনফাগুনের রোদে পলাশ রাঙা নেশা ,
তুলোর মতো ওড়ে
চাওয়ার সকল ডানা ।
রোদের ওপর রোদ ঝলমলিয়ে আঁকা ,
গাছের ছায়াতল
শুকোয় পোড়া রোদে ,
- কেন এমন হলো বল ?
শুধুই যেন ছবির মতো আঁকা
পলাশ রাঙা নেশা , বনফাগুনের রোদে
জানি সেও জ্বালিয়ে দেবে পাখা ।।