সব আগের মতোই আছে
বুড়ো নিমের গাছ , ভাঙা দেওয়াল
ছমছমে সন্ধ্যে কিংবা জোৎস্না রাত ।
আগের মতোই বসন্ত এখনো কুয়াশা ভেজা
শরতের কাশ, সব আগের মতোই আছে ।


অপেক্ষা রইলো শুধু আমের মঞ্জুরী ফোটার ।।