তোর সাথে মোর দেখা হলো একটি যুগের পরে
হাসিখানা মুখ শুকিয়ে গেছে
চোখের তলা কালি
শরীর আমার ভেঙে গেছে
মনের বয়স বেশী
দেখতে গেলেও চশমা লাগে সেও রয়েছে ঘরে
এমন করে দেখা হলো তোর সাথে মোর
- তাও এতদিনের পরে ।
তাড়া আছে , ছেলে বসে - আনতে হবে তারে ;
বলিস যদি সরিয়ে দেবো - কপালছাড়া ওই দু'খানা চুল -
কালো ছোখে ছোপ ফেলেছে - সাদা চক্ষুশূল ।
জলদি আছে, যেতে হবে, বাসের ঘন্টি বাজে ।
হাত নাড়িস না,
বড্ড ট্রাফিক
সাবধানে যা বাড়ি ।
আবার হয়তো দেখা হবে -
ভালো থাকিস, ভালো বাসিস , মনে রাখিস মোরে ।