এমন শ্রাবণদিনে
রিমঝিমিয়ে বৃষ্টি হতো
সারা রাত্রি জুড়ে ।


অভ্রগলা জল
কচুর পাতায়
ভোরের আলো
সোহাগে টলমল ।


সবুজ রঙে ভাসা
মোমের মতো
পাতার ফাঁকে ফাঁকে
লাল ফুলের ছটা ।
মধুর আকর ছুঁয়ে
সোনালী ফড়িং ওড়ে
শুকিয়ে নিতে পাখা ।


কাঁচের মতো ঘষা
ডোবার কালো জল
মুখর রাতি জুড়ে
ব্যাঙের কোলাহল ।
তে-পলতের কাঁটায়
মোতির মতো লেগে
শাওন-গলা জল ।


সোহাগে টলোমলো
শ্রাবনী ভোরের আলো
কচুর পাতায় গড়ায়
অভ্রগলা জল ।


সবুজ  স্মৃতির পটে
রাতি সারা জুড়ে
টাপুর টুপুর বৃষ্টি হতো
এমনই শ্রাবণ দিনে ।