এখনো, চমকে উঠি মাঝে মাঝে
তোমাকে ভালবাসি আজো !


আজকের ক্লান্ত সন্ধায়, আমার সব
বিষণ্ণতা ছাপিয়ে তুমি,


রাতের অতিক্রান্তা স্তব্ধ প্রহরে –
জেগে উঠি, মৌনতার নিটোল বুনোটে
পৃথিবীর সব কিছু ঢেকে রাখে ।


অন্ধকারে সুপ্ত ধরণী যখন
ক্লান্তি মুছে নেয়, কখনো জোনাকীর
ম্লান আলোয়, কখনো বা
চৈতালির মৃদু বাতাসে -


সব নির্জন যবে দীর্ঘশ্বাস ওঠে
তরু পল্লবে;  আমার বন্ধা চোখে
তখন তুমি, জেগে থাক-
অনির্বাণ সোনালী দ্বীপ হয়ে।


আমি অন্ধকারে একা একা
               ভালবেসে যাই।
সেই যে প্রথম দেখার, চেনার –
                    সেইসন্ধ্যা ?


তোমার আনত আঁখি
জোনাকীর মত, পলকে পলকে,
জ্বলছিল তারা হয়ে।।


সেদিন বৃষ্টি ছিল ?
হয়তো বা তাই,
অবিরল ঝরে যাওয়া বৃষ্টিকনা
তোমার চোখে ও জমেছিল।
তুমি অন্ধকারে আঁখি তুলে
           গেয়েছিলে গান।


তুমি এবং প্রকৃতি সেদিন, একত্ম হয়ে
                  একসাথে কেঁদেছিলে।


সে কান্না, গান, আজো
জমে আছে, আমার মাঝে,
আমি কান পেতে চুপি চুপি শুনে যাই।


আমার স্তব্ধ প্রহর কাটে তোমাতে,
আমার চেতনা মিশেছে তোমাতে।


তোমার প্রতিতি হবে কি ? জানি না -
আমি জানি আমি আজ,
তোমার কাছে হেরেছি।


তাই আজ একা একা তোমাকেই
                      ভালবেসে যাই।


তুমি কি আমায় ভুলেছ?
অথবা আমার মতই কি –
একা - - একা  - - ভাল - - আমায় !!