ক) সিনকেইন
        
          যৌবন
     কঠিন জোয়ার  
  ভাসিয়ে নেয় বিবেক
নীতির কথা যায় হারিয়ে
           দূরে৷

খ) রিভার্স সিনকেইন বা উল্টোক্রম

              পানি
জীবন বাঁচায় সকল প্রাণীর,
    আবার কাড়তে পারে;
          সবাই জানে
              মানে৷

গ) মিরর সিনকেইন বা আরশি

          আকাশ
       অসীম লাগে—
    তাকিয়ে রই যখন,
নীল সাগরে হারিয়ে যাই
            সুখে;
            শূন্যে—
পরান নাচে বায়ুর সাথে,
    মনের মানুষ খুঁজে
         গভীর ভাবে
              ভবে৷

ঘ) বাটারফ্লাই সিনকেইন বা প্রজাপতি  

           পিরিত
        মন্দ হাওয়া
     ধ্বংস করে নীতি,
  শরম ভুলে নষ্ট গাওয়া
            গীতি;
জাগায় প্রীতি হৃদয় ঘরে
   গোপনে কাম থেকে,
        উথলে ওঠে
           জ্বালা৷

রচনাকাল— ২০২০ ইং

(ঙ)      বায়ু
        খুব দামি,
   প্রাণ বাঁচে তাতে,
থেমে গেলে সব শেষ
          মরে৷

(চ)      আলো
        বড় ভালো,
    দেখি তাতে ধরা,
  দূর করে দেয় যতাে
          কালো৷

(ছ)       পানি
         পান করে,
      বাঁচে সব জীব,
পানি ছাড়া যায় নাতো
            চলা৷

রচনাকাল— ১১/১০/২০২১ ইং