আমার সাকি মারলো ফাঁকি করলো ভবে বদনামি,
শরাব নেশা, মনটা ব্যাশা,সাজলো সুখে সবকামী!
আঁধার-পথে হাঁটতে মানা,
ধার ধারে না জনম-কানা,
ভুলের বাগে ফুল ফুটিয়ে গোল পাকিয়ে হয় দামি৷

রচনাকাল— ১৪/০৯/২০২১ ইং