যত পথ হেঁটেছি আমি,
তার চেয়েও দূরে তুমি।
যতটা কথা বলেছি আমি,
তার চেয়েও বেশি তুমি।
একটি জীবন তার পর দিগন্ত,
হাওয়ায় উড়েছে তার পথের প্রান্ত।
কোথায় হেঁটেছো তুমি তারই পদচিহ্ন,
ধরণীর বুকে বেধেছি বাসা রাখে নি কোন অন্ন।
অসহায় তুমি প্রার্থনা করি আমি,
বিধাতা করিবে ত্রাণ, পাইবে তুমি মহাপ্রাণ।
অরণ্য রাজি শাখা প্রশাখা তারই,
দরিদ্র নয় সে তোমার মত আধ খানি।
সূর্যের আলোয় উদ্ভাসিত তুমি,
তোমার প্রেরণায় ধ্বংস হয়েছে আত্মগ্লানি।
ভোরের শিশির স্নিগ্ধতায় ভরা,
তোমার ছোঁয়ায় হয়েছে সে আত্মহারা।
রাতের অন্ধকার কেটে ফিরে এলে তুমি,
প্রথম আলো ফিরে এল ধরি তোমার হাতখানি।