নতুন ঝড়ের আবাস এলো বৈশাখ এলো বলে,
বাংলা বছরের প্রথম দিবস তাই শুরু হল পান্তা ইলিশের স্বাদে।
সকালের মঙ্গল শোভা যাত্রায় মুখোরিত হবে রাজপথ,
সবার কন্ঠে ধ্বনিত হবে নতুন বছরের আবেগী প্রত্যয়।
রমনার বটমূলের নাগর দোলায় চড়ে,
কিশোর-কিশোরী, বৃদ্ধা-যুবা এক হবে একটি দিনের আনন্দে।
সাদা শাড়ীতে রমনীরা সাজবে নতুন সাজে,
এক ফালি হাসি তার মুখের কোণে ফুটে ওঠে,
সেই হাসিতে শত যুবকের হৃদয় হবে ক্ষত।
দুপুরের প্রচন্ড গরমের দাবদাহে তৃস্ণার্ত সকালে,
তবুও ক্ষান্ত নয় কেউ এই দিনটি উদযাপনে।
সাম্প্রদায়িক মিল বন্ধনের চির স্বাক্ষী হয়ে,
স্তম্ভ হয়ে রয়ে যাবে পহেলা বৈশাখ, বাঙ্গালীর আপন উৎসবে।