বৃষ্টির শব্দ হঠাৎ স্মৃতিতে আলোড়িত করলো,
সেই ছোট বেলার ছাদের ছোট্ট চিলে কোটায় ভিজে কাক হওয়া,
শৈশবের হাসি, সঙ্গীত উন্মাদন;
বিষন্নতা কাটিয়ে যেন পরিশুদ্ধ হওয়ার চেষ্টা,
আজ সেই বেলা শুধু কালবেলা হয়ে রয়ে গেছে।
মনের অন্ত:স্থল থেকে  সেই তৃপ্তি ময় স্মৃতি ভেসে ওঠে,
ব্যস্ত জীবনের জানলা দিয়ে দেখা সেই বৃষ্টি আজ মলিন,
কোথায় যেন অপূর্ণতা আর বিষাদের পদধ্বনি,
যান্ত্রিক চায়ের চুমুকে শৈশবের সেই স্মৃতিগুলো রোমন্থন করি,
আজি তাই তৃপ্ত অতৃপ্ত সিক্ত অবরুদ্ধ এই বৃষ্টির শব্দ শুনি।