বস্ত্র হীন শরীরের লজ্জা ঢাকার চেষ্টায়,
অর্ধেক কাপড় তার ছোট শিশু রে মুড়িয়ে লয়,
ক্ষুধার্ত শরীরে তখন সকল কষ্টই ছোট মনে হয়।
আচ্ছা ঘুমন্ত শিশুটি কি জানে সে কেন এখানে?
সে কি জানে তারি দুর্বলতা আজি তার সবচেয়ে বড় শক্তি!
সেই দুর্বলতা দোহায় ভরছে তাদের ভিক্ষার থলি,
নিদ্রাহীন পবিএ রাতে তাই অর্থের আসায়
সারাটি রাত শিশুটিকে যত্নে জড়িয়ে নিজ আঁচলের ছায়ায়।
কষ্ট হয় তবু তা আমার শক্তি,
দুর্বলতা যেন অজুহাতে র সৃষ্টি।
তারপর সময় যায়..............,
একজন,দুজন হেটে যায় পথ ধরে,
যেন প্রতি মানুষের আগমনের শব্দে তার দুটো চোখ জ্বলজ্বল করে আসায়,
এই বুঁজি তার শূন্য থালায় পরবে কিছু অর্থ ,
দু টাকা, পাঁচ টাকা, দশ টাকা ...অথবা কিছু জীর্ণ ছেড়া নোট..........,
এই নিয়েই ভোর হয় যেন নতুন কোন অর্থ পাবার সন্ধানে...,
এ যেন ভিক্ষার আদলে নিজের দুর্বলতা কে ঢেকে দেয়ার এক তীব্র চেষ্টা............।