দীর্ঘ পথ পারি দিতে হবে,
যদি তারি দিগন্তের পথে,
রাত যাপনের দীর্ঘতা নয় তা শেষ হবার।
তবু নিশাচর আমি পথ চলে যাই,
কি মায়া এ অন্ধকারে ,
হে মানব তুমি ক্ষমা করো,
যদি হতে হয় এখানেই দিশেহারা।
হাজারো পাঁজরে ভেঙ্গে,
দুঃখ বিধাতাকে নিমেশেই জয় করে ,
রাত পোহাবার আগেই,
আমি যেতে চাই আমার পথের প্রান্তে।
শ্বাশত পথের প্রার্থী  অমি দীর্ঘজীবি,
শত অব্দেরও আগে আজ তোমার লগনে,
চলছি কিসের মায়ায় কোন মরিচীকার বাহুডোরে।
নিজেকে বাধিছি কিসের মায়ায়,
রেখে যদি যেতে হয় প্রাণের ছায়া,
তবু নশ্বর হবে না জানি আমার এ কায়া,
হাজারো নবীন হবে এ পথের দিশারা।
আমি রাত পোহাবার আগেই ফিরে যেতে চাই,
তুমি তোমার মত করে ভেবো আমায়,
আমি যুদ্ধ শেষ করতে চাই এ প্রাণের বিনিময়ে,
যদি বলো হারবো আমি তবু বলবো আমি হারিনিকো অাজি...            (অসমাপ্ত)



দ্রষ্টব্য:সুপ্রিয় কবিগণ আমার শুভেচ্ছা নিবেন।”পথ চলা” নামক ৩ খন্ডে তৈরী করা এ কবিতাটি আমার অন্যতম পছন্দের একটি কবিতা।আজ আমি এ কবিতার প্রথম খন্ড প্রকাশ করলাম। আশা করি আপনাদের সবার কবিতাটি ভালো লাগবে..............ধন্যবাদ।