একলা পথিক চলছে হেটে,
সীমাহীন দূর সে পথে,
শীর্ণ দেহে ভয়ে অস্থিরে,
জানি আমি পথিক যাবে না এ পথ ভুলে।
পথিক কেন চায় না যেতে,
ভয় কি তাহার পথকে রুখে,
স্বপ্নহীন এ যাএা পথে,
পরাজয় কি সে মেনেই নিবে।
দিগন্ত পথ যাএা তাহার,
দিক নেই যেন সে একা,
হেটে যায় দূর স্বপ্নলোকে,
শৃঙ্খলতার বাধঁ যেন আজ,
কেন এত অস্থির করে !
পথিক কি তার ধৈর্য নিয়ে,
যাবে হারিয়ে সেই সীমাহীন পথে।
দূর তব আকাশ হতে ভেসে অাসে পবিএ বার্তা,
পথিক আমি অাছি তুমি নওতো একলা।
পথিক ক্লান্ত হয়ে রক্তিম সূর্যকে দেখে,
তার শীর্ণ শরীরে বলে ওঠে,
এ পথ নয়  পাড়ি দেবার ।
নতুন সূর্য উঠেছে অাজ,
পথিক তবু পড়েছে নীরব তাজ,
দূর পাহাড়ের কান্না ভেঙ্গে,
পথিক কি উঠবে না জেগে আজ..........।(চলবে)