একটি কবিতা আর দুটি গোলাপ,
আকাশ ধ্রুবতারা আর আলো কলোরব,
বন্দী দেয়ালের ইটের ভাঁজে জমে থাকা শেওলা,
মলিন গোলাপ পাপড়ি গুলো মুর্ছে যাওয়া সম্ভার,
দক্ষিনের জানালায় কবিতার মহরায়,
ফিরিয়ে দেয়া গোলাপের সুবাস কেন পাই না!
বেগতিক সম্ভার তোমার ধৃষ্টতার খোঁজে,
বিবর্ণ  হয়ে যাওয়া পাতার মর্ম  শব্দের ভাঁজে,
কর্ণ তব আচ্ছাদন করি মুগদ্ধতার চাদরে,
একটি কবিতা আর দুটি গোলাপ তোমার চরণে।
বায়ুরুদ্ধ কক্ষের অাশঁটে গন্ধের তীব্রতা,
রুচিহীন সমগ্র চেতনায় একাগ্রতা,
জ্বলন্ত অগ্নিশিখার ধুম্র জালে,
একটি কবিতা আর দুটি গোলাপ তোমার চরণে........।
                            (টিটু’র কলাম)