আধার রাত কষ্টে মোড়ানো যেন,
বিধাতা করেছে দান তোমায় ভালোবেসে।
থেমে যায় সকল কোলাহল রাত্রি এলে,
পৃথিবী সাজে অন্য রূপে নীরবতার ভাঁজে।
চারিদিকে শুধু দৃষ্টিহীন অন্ধকার ,
বাহিরে তাই  ভয়ের পহেম্বর ।
চাপা কষ্ট আর অশরীরী আত্মা ,
তাদের বিচরণে যেন রাত্রি শুভা যাত্রা।
বড্ড বেশি নীরবতা যে কোন মৃত মানুষের শরীর ,
শেয়ালের ডাকে খান খান  হয় সেই  নীরবতার বাণী।
নেকড়ের থাবা আর বাঁদুরে চলাচল,
থেমে থেমে ডাকছে তাই  শেয়ালের দল।
রাত্রিতে নদীর জল যেন কোন ফাঁদ,
হাহাকার করে মানুষ যেন নাই  সম্পদ।
সকল কুৎসিত আর ধ্বংসের বাণী,
রাত্রি যেন তাহারই  প্রাণ ধাত্রী।
চাঁদ টা বেশ অহংকারী রাত্রি এলে পরে,
কলঙ্ক ডেকেছে তা রাত্রি ভাল যানে।
তবু কচি মানব সন্তানের নীরবতা চিরে কান্না,
বুকে বিঁধে যেন কোন অশরীরী আত্মা।
রাত্রি হলে সকল প্রাণের মুক্তি,
রাত্রিতে সকল যেন হয়ে যায় ভব মূর্তি..।
                      (টিটু’র কলাম)