তোমরা আমায় বলছ ক‌বি, ক‌বি আ‌মি নই
নি‌জের ম‌নের কথা গু‌লো, আপন ম‌নে কই।
ছ‌ন্দে য‌দি মিল হ‌য়ে যায়, আমার দোষ কি?
তা‌ত‌েই কি আর হয় ক‌বিতা, ক‌বি হব না‌কি?

সাধক যি‌নি, ক‌বি তি‌নি, এই‌তো আ‌মি জা‌নি
আ‌মি‌তো ভাই ক্ষুদ্র মানব, নই‌তো এত জ্ঞানী।
ক‌বির দ‌লে নাম লেখা‌বো সে সাহস কি আ‌ছে?
বলছ কেন ক‌বি আমায় শধুই মি‌ছে মি‌ছে?


ঠাট্টা ক‌রে কয় অ‌নে‌কে,খাইছ না‌কি ছ্যাকা?
সান্তনাতে কয় আবারও নও‌কো তু‌মি একা।
মানুষ না‌কি হয়‌রে ক‌বি খাই‌লে প্রে‌মে ছ্যাকা
কয় সক‌লে উপহা‌সে ভালই তোমার লেখা।


মা‌ঝে-ম‌ধ্যে লিখ‌তে ব‌সি আপন খেয়াল ব‌শে
তাই অ‌নে‌কে ডা‌কে আমায় ক‌বি ভাল‌বে‌সে।
কবিতার 'ক' টুকুও নেই‌তো আমার জানা
বল‌ছি আ‌মি নই‌তো ক‌বি, সত্য ষোল আনা।


১৭/১০/২০১৬ রাত ৯:৫৫