কোথায় যেতে চাস তুই, আমাকে নিয়ে


এখান থেকে ওখানে, এ পাড়া থেকে ও পাড়ায়
শহরের এক প্রান্ত থেকে অন্য
নাকি শহর, দেশ ছাড়িয়ে আরো দূরে কোথাও
তোর সাথে ঘুরে ঘুরে আমি বিভ্রান্ত
আমি বলেছিলাম তোকে, মনে পরে কি
জীবনে চলাটাই বড়, পৌঁছনো টা অতটা নয়
তাই কি তুই শুধু আমার সঙ্গে চলতে চাস
কারণ পৌছলেই তো হারাতে হবে আমাকে
আবার নতুন করে শুরু, আবার একা
আমিও তো তাই চেয়েছিলাম, চেয়েছিলাম তোকে
আমার পাশে, পথে যেতে যেতে, হাত ধরে
বুঝিনি যে তোকে পাবো না, তোকে পাশে পেয়েও
হাতে হাত রেখেও, কোথায় যেন একটু আলগা
বলবি কি আমায়, কি আছে তোর মনে
কোথায় তোর দ্বিধা, কাকে দিয়েছিস কথা
সে হারিয়েছে কোথায়


কি সুখ তোর, আমার হাত ধরে…