তুমি কি সুর
নাকি অসম্ভব বাস্তবতায় মৃত ইঁদুর
আমি যুদ্ধের ময়দানে ভয়াবহ রাত
একবার এসে দেখে যাও
কতটা ভালোবাসি প্রভাত।
পৃথিবীর ধূসর পথে হেঁটে হেঁটে
পায়ে কাঁটা গেঁথে
রক্তের গভীরে দেখেছি
ভালোবাসা কতটা রঙিন তোমার ক্ষত গায়ে
আকাশে রংধনু ওঠে
কৃষ্ণচূড়া ভালোবেসে ফুটে
তোমার-আমার বাসরে সঙ্গী হতে
পেঁচা ডাকা রাতে।