তোমাকে মনে পড়ে আজ ক্ষোভে
আরো অনেক অপ্রেমে
তুমি তো রাখনি কথা
সমুদ্র তীরে বলেছিলে
দিবেনা কখনো ব্যথা।
কেন আজ এর বিপরীত হলো
বাস্তবতা কি এতই কঠিন
তুমি চাওয়া সত্তেও হয়নি
না কি চাওয়াতে তোমার
কমতি ছিল।
তোমার মুখের দিকে তাকালে
মনে হয় তুমি অনেক লজ্জিত
সূর্যের মতো মুখ হয়ে গেছে লাল
আরে ওসব ছাড়ো
যা হবার হয়েই গেছে
এখন তুমি কেমন আছ
সেটাই বলো
তোমার চোখেতে যত অপরাধবোধ
মিটিয়ে ফেলো
আমিও তো পারিনি তোমায়
রাখতে ঘরে
এসব ভেবে কি হবে আর
নাইবা ভাবো
এখন তুমি যেমন আছ
তেমন থেকো
ভালো থেকো।