শুনিলে তুমি শুনিলাম আমি শুনিলো দাদীর কাঁফন
শুনিলো আকাশ শুনিল বাতাস শুনিলো মেঘের গর্জন
শুনিলো মরুর নিরীহ গোলাপ এবং শুনিলো কান
কোথা হতে যেন বিকট কন্ঠে ছড়িয়ে পড়েছে গান
শুনিল মাটি শুনিল পোকা এবং শুনিলো ধরনীর বোকা
শুনিলো হৃদয় কাঁপিল অধর শুনিলো তোমার খোকা
শুনিলো নদী শুনিলো জল শুনিলো রাতের আরব সাগর
শুনিলো রূপসী শুনিলো বন্ধা হে রাসূল তুমি রজনীগন্ধা
বলিলো মক্কা বলিলো মদিনা বলিলো আমি ধন্য
এমন রাসূল পাঠিয়েছো খোদা সারাজাহানের জন্য
বলিলো রাখাল বলিলো রাজা বলিলো আগের দাসী
বলিলো সুজন বলিলো কুজন বলিলো রাশি রাশি
বলিলো ইমাম বলিলো কুরআন আর বলিলো শিশু
তোমার জন্য হইল সৃষ্টি ধরণীর সব কিছু।