আমাকে ভূলে যাও ফেলে যাও
ধূসর নষ্ট পথে রেখে যাও
যেতে যেতে গুলশান দুই পাবে
কংক্রিটে অনেক রমনী পাবে
বিদ্যা বুদ্ধি পাবে
ফিরিয়া আসিবে কবরে, পড়ে রবে
তৃষ্ণার্থ আমাকে দুচার ফোটা জল দিবে
কেদে কেটে চলে যাবে
ভয়াল জীবনে আঘাতে আঘাতে প্রেম ফুটিবে
রাত্রি কেটে যাবে ভোরে প্রজাপতি হয়ে খেলব তোমার দীর্ঘ চুলে
আমার জন্যে গোলাপ রাখিবে
বারবার দেখে যাব, বলে যাব, চুম্বন করে যাব তোমাকে
বুঝবেনা সখি প্রেম, আত্মার ভালোবাসা, গেরস্থালি
সংগোপনে উড়ে উড়ে চুমু দিয়ে যাব তোমার সন্তানেরে নিরিবিলি
ভালোবাসায় সব দামি এমনকি চুলের বেনী
নীরবে মিছির করে অধিকার দিয়ে যাব রমনী
তোমার চরণ হয়েছে কাব্য মানুষের মুখে
উত্তরা, বারিধারা, প্রাণের বাংলা রয়েছে সুখে
স্বপ্নের ঘোরে এতো কথা বলে জেনেছি রমনী
আমায় খুজে ফিরে নয়নের জলে ভাসাও বনানী।