যদি বুঝতে নয়নের জল কত দামি এই অকালে
তবে জ্বালাতে না মোরে অসহায় পেয়ে অবাক ফাল্গুনে
প্রেম শিখাল চোখের পানি কত করুণ হতে পারে
কোকিলের আর্তনাদ প্রেমিকাকে তিরস্কার করে
আজ ভালোবাসতে লাগে ভয় যদি কিছু হয়
সবাই তো হতে পারে না জুলিয়েট
তবু শিশু চায় আর চকোলেট
এই শিশু ধীরে ধীরে বড় হয়, পায় যৌবন
আসে মনে তার শিহরণ, প্রণয়ের জাগরণ
বক্ষে বাজে তানিশার আগমন
বিদায়ের গানে যদি আসো
সুর তাল সব ভুলে এসো
যদি ছন্দপতনে আসো
আমি বেদুইন হয়ে আজীবন থেকে যাব
নিরুপায় আমাকে জোনাকিও ভালোবেসে দেয় না এইটুকু আলো
তোমাকে দেখিবার
সবাই ভালোবাসার রাজ্য গড়ছে
রেহানা তুমিও ফুলশয্যাতে
আমাকে ভূপতিত করে