তোমার-আমার কথার মেলায়
সভ্যতার রঙিন খেলায়
কচি মেয়ে প্রেমে পড়ে সর্বস্ব হারায়।
কেউবা আবার নষ্টামিতে
বুকের পাঁজর খুলে দিয়ে
সভ্যতা দেখায়।


শুভ্র জীবন কয়লা দিয়ে
ভেতর-বাহির জ্বালিয়ে দিয়ে
সোনালি প্রেমের কসম খেয়ে
ভণ্ডামি দেখায়।
আমি শুধু আমি আমি
সভ্যতাকে প্রণাম করি
হৃদয় তোমার খুব যে দামি
অশ্লীলতায়।
চোখের লালসায় কতবার খুঁটে খুঁটে খেয়েছ সভ্যতা
জলাভাবে কতবার নিঃস্ব হয়েছো বিস্ফোরিত জলের কণা
দূর থেকে ভালোবেসো
অপ্রেমে জড়াবো যদি কাছে আসো।