কান্না
             Md:- Istamul Hassan
               **************


কান্নার উৎসবে জয়হীন পরাজয়ে নির্বাকতা,,


বুক ভর্তি কান্নার তুমুলঝরা মিছিলে হৃদয় বেগবান।


চোখের কিনারা বেয়ে বেদনার্ত বেদনার প্রতীক।


অসহ্য জ্বালায় বুকের ছাতি ফাটা এ যেন আকাশ ফাটা।


নিদারুণ কাপুনি মহাবিশ্বের ভার ছোট্ট বুকে পাথর সমান।


কান্নাখেকো কান্না খুনির তরে হিংস্র বানী।


নমনশীল বুক যেন কান্নাই থৈ থৈ উপচে পরে ক্ষণ।


এক সমুদ্রখাত যেন বুক জুরে ঝরে টানবে ইতি।


চোখের পাপরি ডুবু ডুবু বাঁচাও বাঁচাও কাটছে সাঁতার


কান্নার স্রোত নিয়ে ভাসে আর্তনাদ দীর্ঘশ্বাস।


অবশেষে কান্না নামে ঝর ওঠে বুক ভেজে বালিশ ভেজে ভেসে যায় সব।


ভেসে যায় না তবু হাহাকার একরাশ চাপা দীর্ঘশ্বাস।


কান্না নামে আবার নামে ছুটি নেই কো তবে তার।


কান্নার পিছে তবু লুকে রয় খুনির প্রতি অভিশাপ।