নারী তুমি প্রেমেন্দ্র তুমি কারিগর


তোমার ঠোঁটে প্রেম তোমার এলোকেশে প্রেম।


নারী তুমি প্রেম বিলাও তোমার উষ্ঞ ঠোঁটে।


তোমার এলোকেশের ঝাপটা এলিয়ে দেয় প্রেম


নারী তুমি প্রেমেন্দ্র তোমার চোখে প্রেম


নারী তোমার দৃষ্টিপট প্রেমবতী মরু প্রেমবতী সাগর


নারী তোমার পরশে প্রেম


নারী তুমি প্রেমেন্দ্র তুমি কারিগর।


নারী তুমি এক চিমটি আঁধার তুমি রাতের চাদর


নারী তুমি প্রেম তুমি আলিঙ্গনে গাঁথা ইতিকথা।


নারী তুমি কাজল তুমিই আলতা
সাজ সাজ রবে তুমি প্রেম।


নারী তুমি প্রেম বিলাও রূপে সৌন্দর্যে মিষ্ট কথায় খানিকটা চাটুকারিতা তে।


নারী তুমি প্রেম রূপের ভীরে


তোমার প্রেম ওঠে দরদামে স্বর্নের নৌকায়।


সুজন মাঝির ভাঙ্গা নৌকায় ওঠে না তোমার প্রেম।


স্বর্নের নৌকা ডুবে ডুবে না তবুও তোমার প্রেম।


সুজন মাঝি কি তবে পাবে না তোমার প্রেম।


নারী তুমি প্রেম


নারী তুমি প্রেমেন্দ্র তুমি কারিগর