তোমার শরীরের আড়ালে এক খোয়েরী অসুস্থ হৃদয়
তীব্র শ্বাসকষ্টে বেচে আছে প্রেম নি:ষ্বঙ্গতায়
কারন তুমি আমি দুজনেই জানি তোমার আমার
হৃদয় ভাঙ্গার খেলা এখন বিশ্ব অলিম্পিকের অংশ
আসলে আমরা স্বাধীনতা নয় পরাধীনতার পুজারী
যুগে যুগে আবার হয়ত আগামীর ভ্রুন যুগেও


তোমার সভ্য পোষাকের নিচে এক বেহায়া কামুক পশু
'খুব করুন দৃষ্টিতে'চেয়ে আছে আমার দিকে
কারন তুমি আমি দুজনেই জানি তোমার আমার
এই জঙ্গলে প্রেম ঘোষিত্ব ভাবে নিষিদ্ধ
আমরা প্রেমের নয় "প্রেমিক-প্রেমিকার" পুজারী
যুগে যুগে আবার হয়ত আগামীর ভ্রন যুগেও


তোমার মনে প্রতিদিন রাতে আমার জন্য জন্মাচ্ছে
যে ভালবাসা তা ভ্রুনেই মরে যাচ্ছে তোমার সাহসহীনতায়
কারন তোমার-আমার মন জুড়ে বাস করে 'হারানোর ভয়'
আমরা 'অর্জন করতে' শিখিনা আর কিছুই 'হারাতে' চাই না
আমরা সাহসের নয় ভয়ের 'ধর্মভীরু' পুজারী
যুগে যুগে আবার হয়ত আগামীর ভ্রুন যুগেও


তাই যদি না বদলায় এই মূহুর্তেই হতে পারে
আগামীর ধংষজজ্ঞের দায়ভার আমাদের পূর্বপুরুষের মত
তোমার-আমার ঘাড়ে দিচ্ছে আমাদের রক্ত থেকে
জন্ম নেওয়া আরওএক খোয়েরী অসুস্থ হৃদয়।