হে আমার ঈস্বর অমাকে রক্ষা কর
হে আমার ঈস্বর অমাকে রক্ষা কর
হে আমার ঈস্বর অমাকে রক্ষা কর
হে আমার ঈস্বর ,অমাকে রক্ষা কর
তাদের থেকে যাদেরকে তুমি ধন-সম্পদ
নারী এমনকি অঢেল বিলাশীতা দিয়েছ
বিনিময়ে কাড়িয়া নিয়াছ তাদের মৃত্যু
পরবর্তী সুখ ,যার প্রতিশ্রুতি তুমি-ই দিয়েছ
নিশ্চয় তুমি প্রতিশ্রুতি রক্ষাকারী


হে আমার ঈস্বর আমি দেখেছি
কিভাবে তুমি ধনীকে আরও ধনী কর
আর কিভাবে দুঃস্থকে কর আরও দুঃস্থ
আমি দেখেছি কিভাবে তুমি দিয়েছ
অত্যাচারীকে অত্যাচার খমতা আর
কিভাবে দিয়েছ নির্যাতীতের সহ্য করার ধৈয্য

হে আমার ঈস্বর তুমি আমাকে রক্ষা কর
হে আমার ঈস্বর অমাকে রক্ষা কর
হে আমার ঈস্বর অমাকে রক্ষা কর
হে আমার ঈস্বর ,অমাকে রক্ষা কর  
তাদের থেকে যারা আমাকে বার বার ঠেলে
ফেলে দিতে চাই তোমার বানানো জাহান্নামে
বিনিময়ে তারা আমাকে নাচিয়ে উপহাস করে
তোমার জাহান্নামের প্রবাহিত সমুদ্রের সেই
রক্ত পুজ মিশ্রীত ভাসমান ঢেউ থেকে
হতাশার কোমল পানীয় নিজেদের গ্লাসে উঠিয়ে
তাতে আয়েশ করে চুমুক দিতে দিতে
নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞাত।


বরং, তুমি আমাকে পাঠিয়ে দাও
তোমার দেওয়া প্রতিশ্রুত্স্থানে
যেখানে আমি ছিলাম সম্পুর্ন নিষ্পাপ
কারন , এই পৃথীবির বর্বর অনিয়ম
আমাকে বার বার বিচ্ছিন্ন করতে চাই
তোমার অশেষ করুনা থেকে
হে আমার ঈস্বর অমাকে রক্ষা কর
হে আমার ঈস্বর অমাকে রক্ষা কর
হে আমার ঈস্বর অমাকে রক্ষা কর
হে আমার ঈস্বর অমাকে রক্ষা কর