এমন তো চাইনি কোনদিন
আপসে জীবন করব বিলীন
ছা পোষা আমি চেয়েছি চিনতে
কে ক্রেতা কি পন্য কে বিক্রেতা
কিংবা কার চোখে কি নগ্ন কি অন্ধ
আর কাকে করব বিশ্বাস
কার সাথে হবে হৃদয়ের সখ্যতা
শুন্যতায় শুরু হয় সয়ং ইস্বর
বিশ্বাস কিংবা তোমার ফেলে
যাওয়া শেষ নিশ্বাস
শুন্যতায় পুতে রাখা অতীত
শুন্যতায় ঝুলে থাকা ভবি:শ্যত
কিন্তু বর্তমান্ তোমার পা মোছা পাপশ
আর না হলেই বিপদ কেননা উন্নত সমাজ
শেখাবে তোমাকে "করতে শেখ আপস "
তুমি চাওনি কখনই বাচতে এভাবে
কারন তোমার হৃদয় বুঝে কি পাপ কি পুন্য
তবে এখানেই তোমাকে বাচতে হবে
মেনে নিয়ে জগ্ত বড়ই জঘন্য
বাহ কি অপুর্ব !!!