এবার মরলে পাখি হব,
উড়ব আমি স্বাধীন হয়ে ;
বঙ্গবাসী পঙ্গু হবে,
হাওয়াই চটির ভাতা নিয়ে ৷


রাস্তায় আর জল জমেনা,
কলকাতারও নেই দুঃখ ;
মেয়ে তুমি ঘুরে বেড়াও,
রেপ হলেই এক লক্ষ ৷


দেওয়াল ধরে কেউ মুতেনা,
ভারত এখন খুবই স্বচ্ছ ;
বেকার গুলোর ভাত জুটেনা,
ধর্ম নিয়ে আগে মত্ত ৷


তরকারীর নাকি দাম কমেছে,
চাঁদের গায়েও নেই গর্ত ;
জন্মনিরোধক পিল দিচ্ছে ফ্রী,
সঙ্গমই যেনো প্রধান লক্ষ্য ৷