ত্যাগ স্বীকার করে রাখিয়াছে যে তব মান
সে ত্যাগই জীবনের জয় গান
অপার দু:খের মাঝে আনুসাঙ্গিক আরও কিছু দান
ত্যাগেই সমাদৃত পরম পাওয়া মানবিক গুণমান,
এই পাওয়া---
সব কিছুই মানব-জীবনে বিদ্যমান ;
জেনেছি যে;মাপ কাঠির মান
নির্ণয়ে তোমার পাল্লা করেছিলে নির্মান,
অহেতুক আমার প্রেমে কলঙ্কের ফরমান
জারি করেছিলো তোমার অভিধান;
চলমান জীবনে ত্যাগেই বিনম্র,অবিনশ্বর-অনির্বাণ।