তোমার সুখের গিটারে বাঁজিবে বিরহের সুর-
চির নিদ্রায় যে দিন থাকিব বিভূর,
শিহরের পাশে তুমি থাকিবে নিথর-
অশ্রুতে বহিবে নদী-ভাঙ্গিবে বুকের পাঁজর,
গুমরে উঠিবে দু:খ যত এমনতর-
কাঁদিবে তুমি-হবে যন্ত্রনা কাতর,
এক-দু-তিন এভাবে জমা হবে এসে স্মৃতির বহর-
মায়া জাগবে-প্রেম হবে আর পরিপূর্ণ স্নেহের সমর,
প্রেমের কার্নিভালে বহিবে বিরহের ঝড় -
সময়ের সাঁকু বেয়ে ভেঁসে উঠিবে মিলনের ভাস্কর।