আমি বললাম, কোথায় ব্যাথা
তুমি বললে বুকে
বললে আমি, পথ্যে আনি?
আমায় দিলে রুখে।
বললে তুমি, রোগটা কঠিন
পথ্যে পাওয়া ভার
এ এমন রোগ বিজ্ঞানেও
হয়নি আবিষ্কার!
একি তোমার আজব অসুখ
ধরলো এ কোন রোগে।
এ রোগেতে নাকি লোকে
হরহামেশাই ভোগে।
কি সব বলছ, কি হেয়ালী
বুঝিনা ধুচ্ছাই!
কি এমন রোগ বুঝতে হলে
রোগী হওয়া চাই?
আচ্ছা নয় হলাম রোগী
এবার ফেলো বলে
কাছে এসে, মুখ লুকোব?
তোমার দীঘল চুলে।
এ কি ছিল পথ্যে তোমার
এই কি ছিল রোগ?
মুচকি হেসে বললে তুমি
রোগ হলো অমোঘ!