অঞ্চলে শতদল চঞ্চল  দোলে
সিন্ধু কি কোন্দল উত্তাল জলে ।


ওগো প্রান সখা, কাজল রেখা
ছড়ালে একি আলো, চাঁদ যায় ঢাকা ।
খরস্রোতা জলধারা
আখি তার মায়াভরা,
ভাঙ্গিয়া জোয়ার আসে দিঠির ছলে।।  


অঞ্চলে শতদল চঞ্ছল দোলে
সিন্ধু কি কোন্দল উত্তাল জলে ।


তিথি শশী শ্বেত্রা,  নয়নে ত্রিনেত্রা
নিরব আকুতি ঠোটে উষরী সুমেত্রা
গোপন বিরহে কাঁদে
সহসা হৃদয়ে সাধে
প্রকাশে আসিয়া যায় নীরবে  চলে।।


অঞ্চলে শতদল চঞ্চল  দোলে
সিন্ধু কি কোন্দল উত্তাল জলে ।