প্রেম অনলে দহন জ্বালা পোড়া মনে দিলি
আগে ন'তো জানিনা গো এতো আপন ছিলি।
জানলে কি আর হারাই তোমায়, মনে দিতাম রেখে
সন্ধ্যা সকাল তোমার চোখে কাজল দিতাম এঁকে।
কেয়া ফুলের মালা এনে গেঁথে দিতাম চুলে
ঐ চরণে হাত বুলাতাম নূপুর বাঁধার ছলে।
নাকে তোমার পড়িয়ে দিতাম কাজললতার নথ
তোমার হাঁসি রাঙিয়ে দিতো রংধনুদের পথ।
ঠোঁটে তোমার ছুয়ে যেত ভোরের শিশির ফুল
কন্ঠে দিতাম সাতনড়ি আর কানে ঝুমকো দুল।


পথ হারালে যেমন পথিক খুঁজে পথের দিশা
তেমনি এখন আমার মনে তোমায় পাওয়ার তৃষা।
মেঘ জমেছে আকাশ ভরে চাঁদটা গেছে ঢেকে
বৃথায় সময় মেলবেনা চোখ মিথ্যে তাকে ডেকে।